মাসানুর রহমান,
ইয়ে বন্ধন তো পিয়ার কা বন্ধন হ্যায়; হ্যাঁ একদমই তাই, যেখানে দেশ জুড়ে এখন এক অসহিষ্ণুতার ছায়া ঠিক এমন সময়ই গোটা দেশকে জানিয়ে চার হাত এক করলেন টিনা-আমির। মনে আছে নিশ্চয়ই ২০১৫-র আইএএস পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী টিনা ডাবি ও দ্বিতীয় স্থানাধিকারী আতাহার আমির খানকে। গত শনিবারে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়েই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টিনা ও আতহার।
ফেসবুকের ছবি পোষ্ট মারফত জানা যায় বিয়ের আগে টিনা আতাহার দুইজনেই নেদারল্যান্ড বেড়াতে গিয়েছিলেন। আতাহারের পরিবার ছেলের সিদ্ধান্ত কে সঠিক সিদ্ধান্ত বলে গন্য করেছে। ২০১৬ সালে দুইজনের পরিচয় হয়। চার মাসের মধ্য একে অপরের প্রেমে হাবুডুবু খায়। আর বিয়ের খুশি দুলহা ও দুলহান দুজনেই।
এস জন্য রীতিমতো সমস্যাও তৈরী হয়। “লাভ জিহাদের” তকমা দিয়ে হুমকিও এসেছিল তাদের উপর তবে দুইজনে তোয়াক্কা করেননি। টিনা বলেন সত্যি আতাহার খুব ভালো ছেলে। প্রথম পরিচয়ে ভালোবেসে ফেলি, ধর্ম নিয়ে আমি চিন্তা করেনি। তবে আতাহার এর সাড়ার অপেক্ষায় ছিলাম।
সমকালীন সময়ে এমন এক বিবাহ দেশকে প্রেমময় এক সম্প্রীতির বার্তা দিয়েছে। গতকাল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি টুইট করে অভিনন্দন জানান দলিত কন্যা টিনা ডাবি এবং আমির কে। তিনি লেখেন তোমাদের ভালোবাসা অনেক শক্তিসঞ্চার করবে। অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক ভারতীয় যুব সমাজের প্রেরনা হতে পারো। ভগবান তোমার মঙ্গল করুক।
Be the first to comment