তপন মল্লিক চৌধুরী
কমিক চরিত্র হিসেবে টিনটিন সারা বিশ্বে কেবল পরিচিতোই নয় দারুনভাবেই জনপ্রিয় । কিন্তু তার মানে কী এই যে কমিকের একটি ড্রইং এর দাম প্রায় পাঁচ লক্ষ মার্কিন ডলার ! অর্থাৎ টাকার অংকে প্রায় চার কোটি টাকা । না এটা কোনো মনগড়া কথা নয় । ঘটনা যা তাই বলা হচ্ছে । সম্প্রতি ইন্ডিয়া ইঙ্ক মানে স্রেফ কালো কালিতে আঁকা টিনটিন ও তার কুকুর স্নোয়ির দুর্লভ এক ড্রইং প্যারিসে অনুষ্ঠিত এক নিলামে প্রায় পাঁচ লক্ষ মার্কিন ডলারে বিক্রি হয়েছে । যে ছবিটি বেলজিয়ান কার্টুনিস্ট এয়ার্জের আকা ১৯৩৯ সালের কমিক অ্যালবাম কিং ওটোকার’স সেপটার থেকে নেয়া ।
একই শিল্পীর আঁকা আরেকটি কমিক স্ট্রিপ দ্য শুটিং স্টার এর একটি ড্রইং বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ ডলারে । কিন্তু মজার ব্যপার টিনটিনের অ্যাডভেঞ্চার ডেসটিনেশন মুন, যেটিতে একজন মার্কিন নভোচারীর স্বাক্ষর করা রয়েছে, সেটি এখনো কোনো ক্রেতার কাছে আকর্ষণীয় বলে মনে হয় নি কিম্বা বলা যায় আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে ।
এখানেই কথা শেষ নয়, বলার মতো কথা যা জানা গেছে তা হল ওই নিলামে এয়ার্জের আকা স্কেচ, ড্রইং এবং বইও রাখা হয়েছিল বিক্রির জন্য । বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় কমিক চরিত্রগুলোর মধ্যে টিনটিন অন্যতম । একথা আর নতুন কী । কারও এই সত্য মানতে যেমন আপত্তি নেই তেমনভাবে বিতর্কও নেই । ক্ষুদে রিপোর্টার টিনটিন, তার মাথায় টিকির মতো বাঁকানো লালচে-সোনালী চুল, আর সঙ্গী কুকুর স্নোয়ি, নানারকম অ্যাডভেঞ্চার করে বেড়ায় আর সেই সব সব ঘটনার কথা বিশ্বের প্রায় সব ভাষাভাষির পাঠক উপভোগ করে । এ পর্যন্ত ৯০টি ভাষায় অনুবাদ করা হয়েছে এই ক্ষুদে সাংবাদিক ও তার কুকুরের নানারকম অ্যাডভেঞ্চারের কাহিনি । সারা পৃথিবীতে এ পর্যন্ত ২০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এই কমিক বই । কার্টুন চরিত্র হিসেবেও সমান জনপ্রিয় এই চরিত্র । গত ২০১৬-১৭ বছর প্যারিসে টিনটিনের আরেকটি কমিক বই এক্সপ্লোরার অন দ্য মুন বিক্রি হয়েছে প্রায় সাড়ে ১৬ লাখ ডলারে । একই বছর হংকং-এ টিনটিনের আরেকটি ড্রইং টিনটিন ইন সাংহাই নিলামে বিক্রি হয়েছে ১২ লাখ ডলারে ।
Be the first to comment