নিজামউদ্দিন মোল্লা:
আমার তলোয়ার আজ শুকিয়ে গেছে,
সে ইংরেজ রক্তের পিপাসায়
আজ গর্জে উঠছে খিদের জ্বালায়।
সে খবর পেয়েছে দেশদ্রোহী আবাদি হয়েছে
তাই সে আজ নতুন সাজে সজ্জিত হয়েছে।
হ্যাঁ আমি তিতুমীর বলছি,
আমার তলোয়ারের কান্না শুনছ কি!
ভারতবর্ষের কোটি কোটি মানুষের চোখের জল দিয়ে
এই তলোয়ার ধুই, ইংরেজ বজ্জাতি রক্ত
ভারতবাসীর সেই চোখের জল সুখের
সে কান্না সুখের।
আজ আমাকে আবার পথে নামতে হবে
আবার সংগ্রাম করতে হবে!
ইংরেজ নেই তো কি হবে
তবুও আমার দেশকে দেশদ্রোহী মুক্ত করতে হবে,
বলুক না আমায় ওরা দেশদ্রোহী,
আমি ভারতবাসী, আমি ভালোবাসি মাটিকে
আর এই মাটিই সব,
শুধু একবার বলি,
দেশপ্রেম তো ঈমানের অঙ্গ,
তোমরা কি থাকবে?
দেবে আমার সঙ্গ??
Be the first to comment