তিতলির দাপটে ক্ষয়ক্ষতির পরিমান বাড়ছে ওড়িশায়, পড়ুন!

Spread the love
গতি বাড়াচ্ছে তিতলি! আর তার দাপটে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে ওড়িশায়। অন্ধ্রও পুরোপুরি নিরাপদ নয়।
স্থানীয় সূত্রের খবর, গোপালপুর সৈকতে আছড়ে পড়া তিতলির জেরে প্রবল ঝড় শুরু হয় কাকভোর থেকেই। উপকূল সংলগ্ন এলাকায় সতর্কতা আগে থেকেই জারি ছিল বলে প্রাথমিক ভাবে খুব বিপদের মুখে পড়েনি কেউ। কিন্তু একটু বেলা বাড়তেই ঝড়ের দাপট বেশ বাড়ে। সব চেয়ে সমস্যা হয় পরিবহণ ব্যবস্থায়। কিছু ট্রেন বাতিলের খবর আগেই ছিল, ঝড়ে তার ছিঁড়ে যাওয়ায় আরও কিছু ট্রেন মাঝপথে বিকল হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বিমান পরিষেবাও। ওড়িশা ও অন্ধ্রের বেশ কয়েকটি বিমান বাতিল হয়েছে। পুরীতে ইন্ডিগোর পাঁচটি বিমান উড়ান নিতে পারেনি।
গোপালপুর ও বেরহামপুর অঞ্চলের রাস্তার ধারের বেশ কিছু মাটির বাড়ি ভেঙে গিয়েছে। গঞ্জামে উড়ে গিয়েছে টিনের চাল। গোটা রাজ্যে অসংখ্য গাছ উপড়ে যাওয়ায় পথঘাট রুদ্ধ। গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংপুরে তীব্র ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*