সংসদ ভবনে তৃণমূল কংগ্রেসের ধর্না, যোগ দিলেন রাহুল গান্ধী

Spread the love

সেভ ডেমোক্রেসি ধর্না। বুধবার সংসদে তৃণমূলের ধর্নায় ফুটে উঠলো বিরোধী ঐক্যের ছবি। এদিন সংসদ ভবনে তৃণমূলের সাংসদের পাশে দাঁড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গণতন্ত্র বাঁচাওয়ের দাবিতে বুধবার সকাল থেকে সংসদের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা। প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে ধর্না শুরু করেন। সেখানে হঠাৎই চলে আসেন রাহুল। কথা বলেন তৃণমূল সাংসদের সঙ্গে। বিজেপি বিরোধিতায় একজোটে লড়াইয়ের বার্তা রাহুলের ৷ এরপর সেখান থেকে চলে যান তিনি। এরপরই সেখানে আসেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলীয় সাংসদদের ধর্না থেকে কেন্দ্রকে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের এক একরকম চিন্তাধারা আছে। আমি আজ লোকসভায় এইজন্য এসেছি, গান্ধীজি হলো আমাদের গণতন্ত্রের মূল প্রতীক। যাকে আমরা দেশের সবচেয়ে বড় মানুষ হিসেবে মান্য করি। আমরা কোনও অনুষ্ঠান করলেও গান্ধীজিকে আগে স্মরণ করি। আজ লোকসভার শেষ দিন। মোদীকে সরিয়ে দেশকে রক্ষার জন্য গান্ধীজির কাছে আমরা প্রার্থনা করেছি। দেশের একতাকে রক্ষার জন্য, দেশের সবাইকে রক্ষার জন্য প্রার্থনা করেছি। শ্রমিক, ব্যবসায়ী, জওয়ান নির্বিশেষে সবার সুরক্ষার জন্য আমরা প্রার্থনা করেছি। 

তবে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে রাহুলের এহেন ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন ভিডিও-

দেখুন ছবি-


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*