দিল্লির হিংসার ঘটনা নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনল বিরোধীরা। এ দিন অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে অভিনব প্রতিবাদ কর্মসুচি পালন করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। দিল্লির হিংসার প্রতিবাদ জানিয়ে চোখে কালো কাপড় বেঁধে চলে প্রতিবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। এ দিন অধিবেশন শুরুর আগে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদে সরব হয় তৃণমূল। দিল্লি হিংসার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখানো হয়। হিংসায় ইন্ধন দেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ ও গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশে যত সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে, তার সবেতেই ইন্ধন রয়েছে বিজেপির। বিজেপি হিংসার মাস্টার। আর রামায়ণে যেমন রাবণ ছিলেন, তেমনই দেশের রাবণ হলেন অমিত শাহ। অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে।’
সোমবার সংসদের বাইরে রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ দেখায় কংগ্রেসও। দিল্লির ঘটনায় সংসদের কাজ বন্ধ রেখে আলোচনার দাবিতে এ দিন লোকসভায় মুলতুবি প্রস্তাব দেয় তৃণমূল, CPM, CPI, NCP ও DMK। মুলতুবি প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী কে সুরেশও। সুরেশ বলেন, ‘প্রশ্নোত্তর পর্ব বন্ধ রেখে দিল্লি হিংসা নিয়ে আলোচনার দাবি জানিয়েছি।’
এ দিন অধিবেশন শুরু হওয়ার পরই বিহারের বাল্মীকিনগরের JD(U) সাংসদ বৈদ্যনাথ প্রসাদ মাহাতর স্মৃতিতে শোক জানিয়ে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। গত ২৮ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন ওই সাংসদ।
Be the first to comment