তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ

Spread the love

আগামীকাল বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাসভবন থেকেই প্রকাশ করা হবে এই ইস্তাহার। গত দেড় মাস ধরেই ইস্তাহার তৈরির কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রের খবর, বরাবরের মতোই নির্বাচনী ইস্তাহার তৈরিতে মমতা বন্দোপাধ্যায় দলের নিচুতলার কর্মী থেকে সাংসদ, বিধায়ক-সহ সকলের মতামত নিয়েছেন। সেই মতামতের ভিত্তিতে তিনি একটি কমিটিও গঠন করে দিয়েছিলেন। এই কমিটিই চূড়ান্ত ইস্তাহার তৈরি করেছে। তবে মমতা বন্দোপাধ্যায় নিজেও সেই কমিটিতে ছিলেন।

প্রসঙ্গত, বরাবরই মমতা বন্দোপাধ্যায়  নির্বাচনী ইস্তাহার তৈরির আগে দলের বিভিন্ন স্তরের নেতাদের মতামত নেন। কোন বিষয়ে জোর দেওয়া উচিত, বিরোধীদের রাজনৈতিক আক্রমণের মোকাবিলা কোন পথে করা হবে ইত্যাদি বিভিন্ন বিষয়ে তিনি মতামত গ্রহণ করেন। তার পর সেই মতামতের ভিত্তিতে ইস্তাহার তৈরি হয়। 

তৃণমূল সূত্রে খবর, ইস্তাহারে বেশ কিছু বিষয়কে ‘বিশেষভাবে গুরুত্ব’ দিয়েছে দলের শীর্ষনেতৃত্ব। তার মধ্যে রয়েছে বিনামূল্যে রেশন দেওয়া, স্বাস্থ্য ও শিক্ষার মতো সমাজের সকল স্তরের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির আরও বিকাশ। এ ছাড়াও জোর দেওয়া হয়েছে শিল্প ও কর্মসংস্থানের মতো বিষয়গুলিতে।

প্রসঙ্গত এই কমিটিতে মমতা বন্দোপাধ্যায় ছাড়াও  একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়ক ছিলেন। ২০২১-এ ফের রাজ্যের ক্ষমতা দখলের জন্য দলনেত্রীর তৈরি বিশেষজ্ঞ কমিটিই জনতার কাছে চূড়ান্ত ইস্তাহার প্রকাশ করবে আগামিকাল।

গত বিধানসভা ভোটের মতোই এ বারও তৃণমূল নির্বাচনী ময়দানে নামবে রাজ্যের ‘শাসক’ হিসাবে। ফলে ইস্তাহারে গুরুত্ব পাবে গত দশ বছরে তৃণমূলের ‘উন্নয়ন’-এর বিষয়গুলি। বিশেষত, নাগরিক পরিষেবার উন্নয়নের কথা। বিজেপি-কে প্রধান প্রতিপক্ষ ধরে নিয়ে ‘বহিরাগত’ প্রসঙ্গ এবং ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতা’-ও ইস্তাহারে গুরুত্ব পেয়েছে বলে সূত্রের খবর।  তৃণমূল সূত্রে খবর, ইস্তাহার তৈরির কমিটির মতামতাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ইস্তাহারে স্থান পেয়েছে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের সমীক্ষাও। প্রশান্তের সংস্থা ‘আইপ্যাক’-এর সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সমীক্ষা চালিয়েছিলেন। সেই সমীক্ষার ফলাফলও চূড়ান্ত ইস্তাহারে থাকছে বলে তৃণমূল সূত্রে খবর। গত বিধানসভা ভোটে দেওয়া প্রতিশ্রুতিগুলির মধ্যে কোন কোনগুলি পুরোপুরি পূরণ করা হয়েছে, কোনগুলি পূরণ করা এখনও খানিকটা বাকি আছে এবং সেগুলি মধ্যে পূরণ করা যাবে, তা-ও ইস্তাহারে বলা থাকবে বলেই তৃণমূল সূত্রের খবর। প্রসঙ্গত, ইতিমধ্যেই কাজের খতিয়ান দিয়ে ইতিমধ্যেই রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে জোড়া ফুল শিবিরের তরফে। ‘মা-মাটি-মানু্ষের’ কথাই ইস্তাহারে বলা হবে বলে জানাচ্ছেন কমিটির নেতারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*