বিধানসভাতেও রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল

Spread the love

সংসদের পর এবার রাজ্য বিধানসভাতেও রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ আগেই তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছিল, রাজ্যসভা এবং লোকসভায় রাজ্যপালের অপসারণ নিয়ে কোনও প্রস্তাব আনা যায় কিনা তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। আম্বেদকর জয়ন্তীর দিন বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় যে ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন, সেই বিষয়টিকে কোনও ভাবেই হালকা করে নিচ্ছে না তৃণমূল।

‘সাংবিধানিক পদে থেকেও কর্তব্যে গাফিলতি’, এই মর্মে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে চাইছে তৃণমূল ৷ সূত্রের খবর, রাজ্যসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারেন সাংসদ সুখেন্দুশেখর রায়। এমনকি, জগদীপ ধনকড়ের বিরুদ্ধে পথে নেমেও আন্দোলন শুরু করতে পারে তৃণমূল ৷ সেই আন্দোলনের নেতৃত্বে থাকতে পারেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু সংসদ বা রাস্তায় নেমে আন্দোলন নয়, বিধানসভাতেও রাজ্যপাল জাগদীপ ধনকরের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব সম্ভবত আনতে চলেছে শাসকদল ৷ শাসকদল সূত্রে তেমনটাই খবর।

এক্ষেত্রে রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে পারেন তৃণমূল বিধায়করা। বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনার অনুমতিও দিতে পারেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যপালের সঙ্গে সম্প্রতি রাজ্য সরকার ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এতটাই তিক্ত হয়েছে যে, সেখান থেকে এমন পরিস্থিতি তৈরি হতে পারে তা আন্দাজ করেছিল রাজনৈতিক মহল। যা পরিস্থিতি, তাতে সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে ৷

রাজনৈতিক মহল মনে করছে, সত্যিই যদি বিধানসভা ও সংসদে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়, তবে তা জগদীপ ধনকড়ের পক্ষে যথেষ্ট অস্বস্তির হবে ৷ রাজ্যপালের আচরণের ফলে রাজ্য সরকার ও বিধানসভার সঙ্গে রাজভবনের সম্পর্ক খারাপ হচ্ছে বলে মত সরকার পক্ষের ৷ গত ২৫ জানুয়ারি বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভার অধ্যক্ষকে তিনি যেভাবে আক্রমণ করেছেন, তাকে সংবিধান কখনওই মান্যতা দেয় না বলে মনে করছে তৃণমূল কারণ, বিধানসভায় অধ্যক্ষই সর্বেসর্বা। সেখানে তাঁর এক্তিয়ার নিয়ে রাজ্যপাল কথা বলায় বিষয়টি অসৌজন্যের প্রকাশ বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*