
রোজদিন ডেস্ক: আশঙ্কা যেমনটা করা হয়েছিল, তেমনই ঘটনা ঘটল। পূর্ব মেদিনীপুরের কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্কের নির্বাচন চলাকালীন অশান্তি আর ঠেকানো গেল না। সবথেকে বড় কথা হল, এই নির্বাচন ঘিরে মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘাত হলেও, তার জের পোহাতে হল সাধারণ ভোটারদের।
অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে ভোটারদের নিয়েই নাকি টানাটানি শুরু করে দেন তৃণমূল ও বিজেপির সদস্যরা! ভোটারদের স্লিপ কেড়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়। এমনকী, পুলিশের সামনেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলেও একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। সব মিলিয়ে নির্বাচন ঘিরে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় মাঠে নামে।
বিজেপির দাবি, সংঘর্ষের ফলে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, সংঘর্ষের মাঝে পড়ে কয়েকজন ভোটারও জখম হন বলে স্থানীয় কিছু সূত্রের তরফে অভিযোগ করা হয়েছে।
প্রসঙ্গত, কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্কের সভাপতি পদে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। একটানা ২৩ বছর ধরে এই পদে রয়েছেন তিনি।
পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে যে ২৪টি সমবায় ব্যাঙ্ক রয়েছে, তার মধ্যে কাঁথির এই ব্যাঙ্কটিই প্রথম। প্রতি বছর এই ব্যাঙ্কে প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকার লেনদেন হয়। সমবায় নির্বাচনে মোট আসন রয়েছে ৭৮টি। যার মধ্যে ১৪টি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। বাকি আসনগুলিতে ভোট হচ্ছে।
শনিবার (২৯ মার্চ, ২০২৫) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ পর্ব দুপুর ২টো পর্যন্ত চলার কথা। তারপর নিয়ম মতো ৩০ মিনিটের একটি বিরতি দেওয়া হবে। এবং তারপরই শুরু হবে গণনার কাজ। কিন্তু, সেসব হওয়ার আগেই তৃণমূল বিজেপির সংঘাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মোট ১৩টি ভোটগ্রহণকেন্দ্রের মধ্যে জাতীয় বিদ্যালয়ের ভোটগ্রহণকেন্দ্রের কাছেই অশান্তি ছড়ায়।
Be the first to comment