তৃণমূলের পরিষদীয় দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এতদিন দেখাশোনা করে আসছিলেন রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এখন নিয়োগ দুর্নীতির কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তিনি রয়েছেন জেল হেফাজতে। মন্ত্রিসভা থেকেও বাদ পড়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার নতুন পরিষদীয় মন্ত্রী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এমন পরিস্থিতিতে এখন থেকে তৃণমূলের পরিষদীয় দলের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট দেখভাল করবেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং জ্যোতিপ্রিয় মল্লিক।
এর পাশাপাশি সূত্র মারফত আরও জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের থেকে লেভি নেওয়াও বন্ধ করতে চায় রাজ্যের শাসক দল। বিধানসভায় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখা রয়েছে। ওই ব্যাঙ্কেই তৃণমূলের পরিষদীয় দলের অ্যাকাউন্ট রয়েছে। তৃণমূলের সব বিধায়কদেরও অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাঙ্ক। তৃণমূলের পরিষদীয় দলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে, তার সঙ্গে সরাসরি সংযোগ তৃণমূলের বিধায়কদের অ্যাকাউন্টের। সেখান থেকেই তৃণমূলের দলীয় তহবিলে টাকা যায়। মাসিক দু’হাজার টাকা। সূত্রের খবর, ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ম্যানেজারকে চিঠি দেওয়া হতে পারে, যাতে পার্থ বাবুর অ্যাকাউন্ট থেকে টাকা না কাটা হয়। বিধানসভার রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টের সঙ্গে দলীয় অ্যাকাউন্টের যে সংযোগ ছিল, তা ছিন্ন করার জন্য বলা হতে পারে বলে সূত্রের খবর।
সূত্র মারফত জানা গিয়েছে, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এখন সাসপেন্ড রয়েছেন, তাই তাঁর থেকে দলীয় তহবিলের টাকা নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই, বিধায়ক হিসাবে পার্থ বাবুর যে অ্যাকাউন্টটি রয়েছে, সেটির সঙ্গে তৃণমূলের দলীয় অ্যাকাউন্টের সংযোগ ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে চিঠি দিতে পারে তৃণমূল।
Be the first to comment