সারা রাজ্যজুড়ে সবুজের ঝড় উঠলেও ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকি। তারপর থেকে ভাঙড়ের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে অশান্তি। কোথাও তৃণমূল কর্মীদের মারধর, কোথাও বাড়ি ভাঙচুর ৷ এমনকি লুটপাট চালানোর অভিযোগও উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে।
অবশেষে বৃহস্পতিবার মাঠে নামলেন তৃণমূল নেতারা। ভাঙড়ের জয়পুর গ্রামে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি যান ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী ডা.রেজাউল করিম, তৃণমূল নেতা আব্দুর রহিম মিঁয়াদাদ, মিজানুর আলম, ফিরোজ সাঁপুই সহ অন্যান্য নেতারা। যা দেখে কিছুটা বল পেয়েছেন তৃণমূল কর্মীরা।
এদিন পরিদর্শনের শেষে রেজাউল করিম বলেন, “ভাঙড়ের কয়েকটি জায়গায় অশান্তি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এলাকায় পরিদর্শন করতে এসেছি ৷ আবারও আসব । মুখ্যমন্ত্রীকে সব জানাব।
Be the first to comment