তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার, রণক্ষেত্র জোড়াবাগান

Spread the love

বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল জোড়াবাগান। প্রসঙ্গত, শুক্রবার বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে বাইক মিছিলের কর্মসূচি নেয় বিজেপি যুব মোর্চা। সেইমত জোড়াবাগানের বিনানি ভবন গেস্টহাউসে আসেন যুব মোর্চা কর্মীরা। অভিযোগ, শুক্রবার সকালে মিছিল শুরুর আগেই বিনানি ভবনে ঢুকে তাণ্ডব চালায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। বাঁশ, লাঠি নিয়ে দুপক্ষই ঝাঁপিয়ে পড়ে একে অপরের ওপর। শুরু হয় ইটবৃষ্টি। যদিও তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি বিজেপির যুব মোর্চার সমর্থকরাই তাদের ওপর চড়াও হয়। পাশাপাশি পুলিশকে লক্ষ করে ইটও ছোঁড়ে তাঁরা। ঘটনায় গুরুতর আহত হন স্পেশাল অফিসার রবিশঙ্কর দত্ত। তাঁর হাতে চোট লেগেছে বলে খবর। ঘটনার পর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাইরে থেকে লোক এনে সংবাদমাধ্যমের শিরোনামে আসতেই এমন করেছে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*