রাজ্যের আট দফার ভোট পর্ব শেষ। এবার ফলাফলের জন্য অপেক্ষা। তার আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে আসছে অশান্তির খবর। কাটোয়ায় নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে আধিকারিকদের সামনেই হাতাহাতিতে জড়াল বিজেপি-তৃণমূল। অভিযোগ, পাল্টা অভিযোগ উত্তেজনা ছড়াল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে কাটোয়া থানার পুলিশ।
রবিবার রাজ্য জুড়ে ভোট গণনা। বর্ধমানের কাটোয়ায় হবে কেতুগ্রাম ও মঙ্গলকোটের ভোট গণনা। আর তার আগে সব রাজনৈতিক দলগুলোর এজেন্টদের ডাকা হয়েছিল সেই বৈঠকে। সেখানে ইট ও লাঠিসোটা নিয়ে মারধর শুরু হয়ে যায়। তৃণমূলের অভিযোগ, সরকারি অনুষ্ঠান চলার সময় কেতুগ্রামের বিজেপি প্রার্থী অনাদি ঘোষ ওরফে মথুরা দলবল নিয়ে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সহ আরও অনেক জনের ওপর হামলা চালায়। লাঠি নিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ ।
অন্যদিকে, বিজেপির অভিযোগ তৃণমূলের কর্মীরাই তাদের ওপর এই হামলা চালিয়েছে। আর তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘বৈঠকে পুলিশ ছিল না। পুলিশ না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।’
মথুরা ঘোষ বলেন, ‘তৃণমূলের হার্মাদ বাহিনী আমাদের ওপর চড়াও হয়। আগেই থেকে ষড়যন্ত্র ছিল। লাঠি নিয়ে এগিয়ে আসে ও ওরা।’ তাঁকে এবং তাঁর লোকজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মাথায় আঘাত করা হয়েছে, চশমা ভেঙে দেওয়া হয়েছে। মহকুমা শাসকের কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী।
Be the first to comment