পঞ্চম দফায় উত্তর ও দক্ষিণ দুই বাংলাতেই রয়েছে ভোটগ্রহণ। উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং দক্ষিণে নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ভোটগ্রহণ রয়েছে।
পাহাড়ে এ বার বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোট নেই বিজেপি-র। উল্টে মোর্চাকে তিনটি আসন ছেড়েছে তৃণমূল। সেখানে বিজেপি কাকে প্রার্থী করে, সে দিকেও নজর থাকবে রাজ্য রাজনীতির। বাকি তিন দফায় দুই দিনাজপুর ও মালদহ ছাড়া সব আসনই দক্ষিণবঙ্গে।
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিজেপি কাদের প্রার্থী করবে সে দিকেও নজর থাকবে। তবে রাজ্য নেতারা যাঁদেরই তালিকা বানান, সেটি চূড়ান্ত করবেন অমিত শাহ। আর তিনি আগেই জানিয়ে দিয়েছেন, কোন তালিকায় কার নাম রয়েছে তা নয়, গুরুত্ব দেওয়া হবে শুধু সেই প্রার্থীদের, যাঁদের সংশ্লিষ্ট আসনে জেতার সম্ভাবনা আছে।
Be the first to comment