এটি তৃণমূল ও পুলিশের জয়েন্ট অপারেশন, মণীশ খুনে এমনই অভিযোগ অর্জুনের

Spread the love

বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যায় তৃণমূলের যোগ আছে। ফের এই অভিযোগ করলেন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, যে ধরা পড়েছে সে গোলাম। তার সঙ্গে ববি হাকিম, মদন মিত্র, ব্রাত্য বসু, দীনেশ ত্রিবেদীর মঞ্চে বসে সভা করার ছবি আছে। এটি একটি জয়েন্ট অপারেশন তৃণমূল ও পুলিশের। ৯ mm বা তার থেকে বড় কোনও অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে। পুরো অপারেশনটি ভবানীভবন থেকে বসে CID-র কয়েকজন আধিকারিক পরিচালনা করেছেন।

তিনি আরও বলেন, বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যায় দুই তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে। CID এই মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুরোপুরি মাঠে নেমে পড়েছে মুখ্যমন্ত্রীর হাতের পুতুল CID।

পুরো অপারেশনটি ভবানীভবন থেকে বসে CID-র কয়েকজন আধিকারিক পরিচালনা করেছেন বলে অভিযোগ তুলে তিনি বলেন, “তাঁরা আমাদের মুভমেন্টের উপর নজর রাখছিলেন । ৫-৬ জন আধিকারিকদের মোবাইল নম্বরও পাওয়া গেছে। আমরা তা CBI-এর হাতে তুলে দেব। দুই চেয়ারম্যান টাকা দিয়ে ভাড়া করে ছিল শুটারদের।

ফিরহাদ হাকিমের প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, মুঘল বাদশারা নিজের পরিবারের লোকদের খুন করত। ববি হাকিম সেই মুঘলদেরই বংশধর।

https://www.facebook.com/ArjunSinghBengal/posts/623183478567355

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*