সীমান্তবর্তী গ্রামে ভয় দেখাচ্ছে বিএসএফ, কমিশনে নালিশ তৃণমূলের

Spread the love

২০২১ বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি প্রায় পড়েই গেল ৷ আজ শহরের একটি হোটেলে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য় নির্বাচন কমিশনার সুনীল আরোরা সহ অন্য় নির্বাচনী আধিকারিকরা ৷ যেখানে তৃণমূলের তরফে রাজ্য়ের সীমান্তবর্তী গ্রামগুলিতে বিএসএফকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে ৷ যার পাল্টা বিজেপির তরফে বলা হয়েছে, বিএসএফ তাঁর এক্তিয়ারের মধ্য়েই কাজ করে ৷ সেখানে কারও হস্তক্ষেপ না করাই উচিত ৷ এনিয়ে বিএসএফের তরফেও বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানে বিএসএফ এই অভিযোগ খারিজ করে জানিয়েছে, তাঁরা সম্পূর্ণভাবে অরাজনৈতিক বাহিনী৷ রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই ৷

এদিন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যোগ দিতে তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্য়ায়, সুব্রত মুখোপাধ্য়ায় এবং ফিরহাদ হাকিম যান ৷ যেখানে তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্য়ায় কমিশনে অভিযোগ জানিয়েছেন, সীমান্তবর্তী গ্রামগুলিতে ঢুকে বিএসএফের জওয়ানরা বাসিন্দাদের ভয় দেখাচ্ছে ৷ তিনি অভিযোগ করেছেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে ভোট দিতে গ্রামবাসীদের চাপ দেওয়া হচ্ছে বিএসএফকে ব্য়বহার করে ৷

পাশাপাশি রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলানোর যে অভিযোগ শাসকদলের বিরুদ্ধে উঠেছে, তা নিয়েও কমিশনের কাছে নিজেদের মত জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল ৷ এনিয়ে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, কমিশন নিজে ভোটার তালিকা তৈরি করে ৷ সেখানে কমিশনের কাজের উপর প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি ৷

তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ৷ বিএসএফ-কে দিয়ে প্ররোচনার অভিযোগে দিলীপ ঘোষ জানিয়েছেন, বিএসএফের এক্তিয়ারে হস্তক্ষেপ করা উচিত নয় ৷ তাঁরা তাঁদের কাজ ভালো বোঝেন ৷ দিলীপ ঘোষ আরও বলেন, সীমান্তবর্তী ১৫ কিলোমিটারের মধ্য়ে বিএসএফের এক্তিয়ার ৷ তাই সেখানে বিএসএফ নিজেদের মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ সেই প্রসঙ্গেই, দিলীপ ঘোষ জানান, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে ৷ এই অভিযোগ তাঁরা মুখ্য় নির্বাচন কমিশনারের কাছে করেছেন ৷

অন্য়দিকে, এদিন বামেদের তরফে রবীন দেব এবং সুখেন্দু পানিগ্রাহী কমিশনের সঙ্গে বৈঠকের জন্য় যান। কংগ্রেসের তরফে সাম্য আইচ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। আজ প্রথমে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য় নির্বাচন কমিশনার ৷ এরপর রাজ্য়ের প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য় নির্বাচন কমিশনার ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*