বাংলার তিন কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী তালিকায় তেমন কোনও চমক নেই তৃণমূলের। খড়গপুর সদর থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রদীপ সরকার। করিমপুরে তৃণমূলের হয়ে লড়বেন বিমলেন্দু সিংহ রায়। কালিয়াগঞ্জে তৃণমূলের প্রার্থী তপন দেব সিংহ। আগামী ২৫ নভেম্বর ওই তিন কেন্দ্রে ভোটগ্রহণ। ফল ঘোষণা করা হবে আগামী ২৮ নভেম্বর।
উল্লেখ্য, খড়গপুর ও করিমপুর কেন্দ্রের বিধায়ক পদে রয়েছেন বিজেপির দিলীপ ঘোষ ও তৃণমূলের মহুয়া মৈত্র। কিন্তু গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দু’জনেই সাংসদ পদে নির্বাচিত হয়েছেন। তাই ওই দুই কেন্দ্রে বিধানসভা আসন শূন্য। অন্যদিকে, কালিয়াগঞ্জ কেন্দ্রের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে ওই বিধানসভা আসনও শূন্য রয়েছে। তাই এই তিন কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
এ দিনই করিমপুরে প্রার্থী ঘোষণা করে বামেরাও। সিপিএম নেতা বিমান বসু জানিয়েছেন, করিমপুরে বাম সমর্থিত সিপিএম প্রার্থী হচ্ছেন গোলাম রাব্বি। এ দিনই কংগ্রেসের সঙ্গে বৈঠকের পর বাকি দুই আসনেও প্রার্থী ঘোষণা করা হবে। উপনির্বাচনে বাম ও কংগ্রেস একজোট হয়ে লড়বে বলে এ দিন ফের জানিয়েছেন বিমান বসু।
Be the first to comment