আবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নব্য ও আদি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দেগঙ্গার চাকলা। অভিযোগ, নব্য তৃণমূল কর্মীদের হাতে বেধড়ক মারধর খেয়ে বারাসত হাসপাতালে চিকিৎসাধীন বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মী আইনুর জামান। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী।
অভিযোগ, পুরানো আক্রোশে আইনুরের ভাইকে মঙ্গলবার মারধর করে আই এস এফ থেকে সদ্য তৃণমূলে যোগদান করা মইদুল ইসলাম। মঙ্গলবারের এই মারধরের প্রতিবাদে মইদুলের বিরুদ্ধে এদিনই লিখিত অভিযোগ জানান হয় থানায়।
মঙ্গলবার থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে আইনুরের পথ আটকায় মইদুল ও তার সঙ্গীরা। আইনুরকে ধরে চলে এলোপাতাড়ি মার। এরপর তাঁকে নিয়ে আসা হয় বিশ্বনাথপুর হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয় বারাসত জেলা হাসপাতালে। যদিও ব্লক তৃণমূল নেতৃত্ব এই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়ে জানিয়েছে, এই বিষয়টি পুরোপুরি পারিবারিক ব্যাপার।
এলাকায় প্রভাব ও ক্ষমতা দখলের চেষ্টায় দীর্ঘদিন ধরেই তৃণমূল এবং আইএসএফের লড়াই চলছিল ওই এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দল ভাঙিয়ে বেশ কয়েকজনের হাতে সবুজ পতাকা তুলে দেয়। শাসক শিবিরে ঢুকেই তাঁরা এলাকার দখল ক্ষমতা হাতে রাখার চেষ্টা করতেই দুই পক্ষের বিবাদ বাধে। এই ঘটনা তারই ফলে ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।
Be the first to comment