চোপড়ায় ফের চললো গুলি। রবিবার সকালে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। গুলিবিদ্ধ হন কংগ্রেস সমর্থক সমিরুল শেখ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এরপরই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে।তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে এলাকার কংগ্রেস সমর্থকরা।
অভিযোগ, ৫-৬ কংগ্রেস সমর্থকের বাইক আটকে তাদের উপর হামলা চালায় তৃণমূল।লক্ষ্মীপুরের চাকলাগাছা মোড়ে সংঘর্ষে জড়িয়ে পরে কংগ্রেস-তৃণমূল।কংগ্রেসের ৪ জনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে বলে অভিযোগ। সমিরুলের পাশাপাশি গুলিবিদ্ধ হয়েছেন কংগ্রেস সমর্থক আবুল হোসেন। একটুর জন্য প্রাণে বেঁচে যান আবুল,তাঁকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত ঘিরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ পঞ্চায়েত ভোট থেকেই।কংগ্রেসের দাবি কারচুপি করেই লক্ষ্মীপুর পঞ্চায়েত জিতেছে তৃণমূল। ভোটের ফল ঘিরে বার বার সংঘর্ষে জড়ায় ২ দলই । রবিবারও সেই একই কারণে পরিস্থিতি উত্তপ্ত হয় বলে জানা যাচ্ছে।
যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, লক্ষ্মীপুরের অবস্থা কংগ্রেসের কারণেই উত্তপ্ত। জোর করে এলাকা দখল করার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে।
রবিবার গুলি চলার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও যে কোনও সময় সংঘর্ষ হতে পার বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় নেমেছে বিশাল পুলিশ বাহিনী।
Be the first to comment