কাঁচরাপাড়ার পাঁচ কাউন্সিলরকে বিজেপি থেকে নিজেদের ঘরে ফিরিয়ে আনলো তৃণমূল। তাঁদের মধ্যে রয়েছেন সঞ্জীব সাহা, বাণীব্রত মন্ডল, আসাকুমারী, অলকানন্দা চৌধুরী এবং কল্পনা দে। যদিও কাঁচরাপাড়া পুরসভার দখল এখনও বিজেপির দখলেই রয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে কাঁচরাপাড়ার ওই পাঁচ কাউন্সিলরকে আনুষ্ঠানিক ভাবে দলে ফেরান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সঙ্গে তিনি বলেন, পার্টির বস-এর কাছে নম্বর বাড়াতে লোকসভা ভোটের পর শাসক দলের কিছু কাউন্সিলরকে ভাঙানো শুরু করেছিলেন কাঁচরাপাড়ার এক নেতা। কাউকে রিভলভার ঠেকিয়ে, কারও ছেলেকে কিডন্যাপ করার ভয় দেখিয়ে কাউন্সিলরদের ভাঙানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁরা বিজেপিতে গিয়ে দেখেছে গাঁদা ফুল আর পান পরাগের গন্ধে টেকা যাচ্ছে না। তৃণমূলের মতো মুক্ত পরিবেশ আর কোথাও নেই। তাই তাঁরা ফিরে এসেছেন।
মোট ২৪ টি আসনের মধ্যে কাঁচরাপাড়ায় এখন তৃণমূলের আসন সংখ্যা ১০। ফলে নিঃসন্দেহে চাপে পড়লো গেরুয়া শিবির। তাঁদের পুনরায় দলে ফেরানোর জন্য ববি হাকিম, উত্তর চব্বিশ পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসুদের দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment