বৃহস্পতিবার রাজ্যে অষ্টম তথা শেষ দফার নির্বাচন ৷ তবে অনান্য দফার মতো অষ্টম দফাতেও একাধিক এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতেই থাকে ৷ আর সেসব নিয়েই অভিযোগ জানাতে তৃণমূলের প্রতিনিধিদল এল নির্বাচন কমিশনের দফতরে ৷ প্রতিনিধি দলে ছিলেন সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও সুব্রত মুখোপাধ্যায়।
মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা নিজেদের ক্ষোভের কথা বলেন তাঁরা ৷ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় বলেন, “পাইকপাড়ায় দু’জন চিত্র সাংবাদিককে নিজেদের কাজ করতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী ৷ তাঁদের ক্যামেরাও কেড়ে নেওয়া হয় ৷ আমরা কমিশনকে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বলেছি । কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে গণনা নিয়ে যে নোটিফিকেশন বেরিয়েছে তাতে বেশ কিছু ত্রুটি রয়েছে।
কমিশন বলেছে গণনা কেন্দ্রে প্রবেশ করতে হলে নেগেটিভ রিপোর্ট লাগবে। তবে আমাদের বক্তব্য হল যে, ভোটকর্মী ও সিআরপিএফদের ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট চাওয়া হচ্ছে না কেন ? যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকর্মীদের ভ্যাকসিনের দু’টি ডোজ় দেওয়া আছে ।”
তবে আজ ভোট নিয়ে আত্মবিশ্বাসী দেখাল সৌগত রায়কে ৷ নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এসে তিনি বলেন, ‘‘কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে ৷ নির্বাচন কমিশনের সেদিকে নজর দেওয়া দরকার ৷’’
Be the first to comment