সম্প্রতি আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নাবালিকা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। হতদরিদ্র সেই মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে এবার প্রতিনিধিদল পাঠানোর কথা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামিকাল, রবিবার দুপুর ১টা নাগাদ বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা ও যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ মৃতদের পরিবার-পরিজনের সঙ্গে দেখা করবেন। এই দুঃসময়ে তাঁদের পাশে যে শাসক দল ও সরকার আছে, সেই বার্তা দিতেই যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা। আহতদের সঙ্গেও তাঁরা দেখা করতে পারেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার আসানসোলে কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি। গোটা অনুষ্ঠান তদাররিক দায়িত্বে ছিলেন দলবদলু বিজেপি নেতা জিতেন তিওয়ারি। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর তোলপাড় রাজ্য।
জানা গিয়েছে, এই অনুষ্ঠানের কোনও পুলিশি অনুমিত ছিল না। ফলে এমন ঘটনার পর উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর হয়। মৃতদের পরিবারের তরফেও পুলিশে অভিযোগ জানানো হয়। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
Be the first to comment