এক দিনেই হোক বাকি চার দফার ভোট, কমিশনের কাছে দাবি জানাবে তৃণমূল

Spread the love

রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। এ দিনই মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের ৷ এই পরিস্থিতিতে রাজ্যে নির্বাচনের দফা কমানোর জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ সূত্রের খবর, চার দফার বদলে এক দফাতেই বাকি বিধানসভাগুলির ভোট করানোর প্রস্তাব দেবে তৃণমূল ৷

করোনা বাড়বাড়ন্তের মধ্যে কী ভাবে বাকি পর্যায়ের ভোটগ্রহণ হবে, তা নিয়ে আলোচনা করতে শুক্রবারই সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন ৷ সেই বৈঠকেই দফা কাটছাঁট করার জন্য এই প্রস্তাব দেবে রাজ্যের শাসক দল ৷ এ বার রাজ্যে আট দফায় নির্বাচন হচ্ছে৷ প্রথম থেকেই করোনা অতিমারির মধ্যে এত দফায় ভোটের বিরোধিতা করেছিল তৃণমূল৷ ইতিমধ্যেই চার দফার ভোট গ্রহণ শেষ হয়েছে৷ আগামী শনিবার, ১৭ এপ্রিল রাজ্যে পঞ্চম দফার ভোট ৷ তার পরে বাকি আরও তিন দফা৷ তৃণমূল দাবি তুলবে, পঞ্চম দফা সহ বাকি চার দফার ভোটই একদিনে করাক কমিশন ৷

প্রায় প্রতিদিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে ৷ বুধবার নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার ছুঁয়েছে৷ চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যে ভোট প্রচার করোনা পরিস্থিতি অবনতির বড় কারণ ৷ প্রচারে বা বড় বড় জনসভা প্রায় কোনওরকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না ৷ এ বিষয়ে চূড়ান্ত উদাসীনতা দেখাচ্ছেন অধিকাংশ প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতা, কর্মীরা ৷

এ দিনই ভোরে করোনায় আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের ৷ আরও বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সবমিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*