কোথাও বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, কোথাও আবার ভোট দানে বাধা। শনিবার পঞ্চম দফা নির্বাচনের দিন সকাল থেকেই কল্যাণীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। গয়েশপুরে ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররা।
গ্রামবাসীদের অভিযোগ, সকাল থেকেই তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতীরা রাস্তা ঘিরে রেখেছে। তাঁরা ভোট দিতে গেলে, তাঁদের বাধা দেওয়া হয়। ‘তোমাদের ভোট হয় গিয়েছে, বাড়ি চলে যাও’ বলে শাসানো হয় বলে অভিযোগ। প্রতিবাদে বুথের অদূরেই রাস্তায় সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
এক বৃদ্ধ ভোটার জানান, সকালে ভোটের লাইনে দাঁড়িয়েছি। ওরা এল। ওরা সব তৃণমূলের গুন্ডা। বলল চলে যান, ভোট হয়ে গেছে আপনার। ওদের কারোর কাছে আই কার্ড নেই। ওরা সব বহিরাগত। বাইরে থেকে ওদের আনা হয়েছে। ওরাই বলছে আমাদের নাকি ভোট হয়ে গিয়েছে।
Be the first to comment