ভোটের আগেই স্টিং অপারেশনের ভিডিয়ো ঘিরে উত্তাল গোয়া, এফআইআর তৃণমূলের

Spread the love

ভোটের কয়েক ঘণ্টা আগে স্টিং অপারেশনের একটি ভিডিয়োকে ঘিরে সরগরম গোয়ার রাজনীতি ৷ ওই ভিডিয়োয় দেখা যায়, কংগ্রেস ও তৃণমূল প্রার্থীরা ভোটের পরে কী ভাবে বিধায়ক কেনাবেচা হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন ৷ সেই ভিডিয়োটি টুইট করে উত্তাপ আরও চড়ায় আম আদমি পার্টি ৷

যদিও কংগ্রস ও তৃণমূলের দাবি এটি ভুয়ো ভিডিয়ো ৷ রাজনৈতিক ষড়যন্ত্র করেই ভোটের ঠিক আগে এই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের ৷ তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন গোয়া তৃণমূলের সহ-কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা সাংসদ সুস্মিতা দেব।

১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভায় নির্বাচন ৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগেই স্টিং অপারেশনের ভিডিয়োকে ঘিরে চড়ল উত্তেজনার পারদ ৷ একটি টিভি চ্যানেলে সেই ভিডিয়ো সম্প্রচারিত হয় ৷ যেখানে দেখা গিয়েছে কংগ্রেস নেতা স্যাভিও ডিসিলভা, সঙ্কল্প আমনকার ও আভের্তানো ফুর্তাদো এবং তৃণমূল নেতা চার্চিল আলেমাওকে ৷ ভোটে জিতলে সরকার গঠনের জন্য যে দিকে যাওয়া প্রয়োজন, সে দিকেই তাঁরা যাবেন এবং এ জন্য কী কী আর্থিক সুবিধে পাওয়া যেতে পারে, এবিষয়ে ভিডিয়োতে তাঁদের আলোচনা করতে দেখা যায় ৷ ভিডিয়োটি আম আদমি পার্টি গোয়ার অফিসিয়াল টুইটার পেজ থেকে পোস্ট করা হয় ৷ তারা লেখে, “সাংঘাতিক খবর!! নির্বাচনে জিতলে বিজেপিতে যাওয়ার জন্য কংগ্রেস ও তৃণমূল বিধায়করা টাকার হিসেব নিয়ে আলোচনা ৷”

ভোটের ঠিক আগে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুয়ো এই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন ৷ টুইটারে তাঁর একটি ভিডিয়ো বার্তা পোস্ট করা হয়েছে গোয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে।

সেখানে লেখা হয়েছে, “আমাদের বেনাউলিমের প্রার্থী চার্চিল আলেমাওয়ের যে ভিডিয়ো দেখানো হচ্ছে, সেটা ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ আমরা চাই সাইলেন্স পিরিয়ডের নিয়ম লঙ্ঘন করার জন্য গোয়া বিজেপি ও গোয়ার আপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক নির্বাচন কমিশন ৷” সুস্মিতা দেবও বলেছেন, ‘‘শেষ দিনের প্রচারের পর সাইলেন্স পিরিয়ডে ভিডিয়োটি ইচ্ছাকৃত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে এই নিয়ে কেউ কোনও মন্তব্য করতে না পারেন ৷’’ ভিডিয়োটি ভুয়ো বলেই তা ওই চ্যানেল থেকে তা সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন সুস্মিতা দেব ৷

ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের অপর সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে এফআইআর করেছে তাঁর দল ৷

ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করেছে কংগ্রেসও ৷ তাদের অভিযোগ, কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করতে বিজেপি ও আপ যৌথ ভাবে এই ষড়যন্ত্র করেছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*