সরকারের অপ্রয়োজনীয় খরচ কমাতে উদ্যোগী হলেন মমতা বন্দোপাধ্যায়

Spread the love

সরকারের অপ্রয়োজনীয় খরচ কমাতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই নিয়ে সব দফতরের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। আগামী ৫ জুলাই এই নিয়ে বৈঠকে বসবেন বলেও জানা গেছে। এর আগে ২১ জুন নেতাজি ইন্ডোরের সভাতেও এই নিয়ে সতর্ক করেছিলেন তিনি। মঙ্গলবার তিনি জানান, বাম আমলের ঋণ পরিশোধ করতে আমাদের ৪৬ হাজার কোটি টাকা বেরিয়ে যায়। তাই বিভিন্ন দপ্তরের খরচ কমাতে হবে। সে কারণেই সব দপ্তরকে নিয়ে ৫ জুলাই এক বৈঠক ডাকা হয়েছে। বিভিন্ন প্রকল্পের ফাইল অর্থদপ্তর অনুমোদন করে। এবার অর্থ বরাদ্দ হওয়ার আগে বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) খতিয়ে দেখা হবে।

সেই সঙ্গে নিয়োগের ক্ষেত্রেও খরচ কমাতে চান মুখ্যমন্ত্রী। যতটা প্রয়োজন ততটাই করতে চান তিনি। অর্থাৎ কোনও দফতর যদি কোনও প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করে, তা খতিয়ে দেখাবে প্রজেক্ট মনিটরিং কমিটি। অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। দপ্তরের খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। প্রয়োজন ছাড়া কোনও কিছু কেনাকাটা করা যাবে না। উদাহরণ দিয়ে বলেছেন, কোনও দপ্তর থেকে যদি এক হাজার জন লোক নিয়োগের কথা বলা হয়, তা খতিয়ে দেখা হবে প্রজেক্ট মনিটরিং কমিটি। সেইমতো নিয়োগ করা হবে। সবমিলিয়ে আর্থিক সাশ্রয় করে উন্নয়নের কাজে গতি আনতে চান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*