এবার ‘হিন্দি অ্যাকাডেমি’ গড়লো তৃণমূল

Spread the love

হিন্দি দিবসে নয়া তৎপরতা তৃণমূলের। এবার হিন্দি অ্যাকাডেমি তৈরি করল রাজ্যের শাসকদল। এই সেলের চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে। তৃণমূলে হিন্দি সেলের সভাপতি হয়েছেন বিবেক গুপ্ত। সোমবার হিন্দি দিবসে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে তিনি লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারণা বাংলা মূল্যবোধের সংস্কৃতি নিয়ে তুলে ধরেছে। বাংলায় হিন্দি শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণের কাজে রাজ্য সরকারের ভূমিকা রয়েছে।’’ একইসঙ্গে এদিন টুইটে জাতীয় শিক্ষানীতি ২০২০-তে বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাখির চোখ ২০২১-এর বিধানসভা নির্বাচন। ঘর গুছোতে ব্যস্ত সব দল। এবার রাজ্যের হিন্দিভাষী মানুষকে আরও কাছে পেতে তৎপরতা শুরু তৃণমূলের। হিন্দি দিবসে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন।

আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে শাসক তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে নিত্যনতুন পরিকল্পনা করছে। তারই অঙ্গ হিসেবে এবার তৈরি হল হিন্দি অ্যাকাডেমি। জানা গিয়েছে, শহর কলকাতা-সহ জেলায়-জেলায় তৈরি হবে হিন্দি অ্যাকাডেমি। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী এদিন জানান, ২০১১ সালে তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে হিন্দি অ্যাকাডেমি তৈরির কথা আমরা ঘোষণা করেছিলাম। সেই কাজ আরও ব্যাপকভাবে বাড়ানোর জন্য এই অ্যাকাডেমি পরিবর্ধিত হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*