পঞ্চায়েত নির্বাচনের আগেই জয়ী প্রার্থীরা পুজো দিচ্ছেন তারকেশ্বর মন্দিরে

Spread the love

সুভাষ মজুমদার –

পঞ্চায়েত নির্বাচনের আগেই জয় একের পর এক তৃণমূল প্রার্থীদের। জয়ের পরই তারকেশ্বর বাবার মন্দিরে পুজো দিচ্ছেন জয়ী প্রার্থীরা।
দুই দিন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হুগলি জেলা পরিষদের প্রার্থী শান্তুনু ব্যানার্জি তারকেশ্বর বাবার মন্দিরে পুজো দিয়েছিলেন ।আর আজ আর এক হুগলি জেলা পরিষদের জয়ী প্রার্থী গোপাল রায় পুজো দিয়ে গেলেন তারকেশ্বর বাবার মন্দিরে।প্রায় একশো পঞ্চাশ জন ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুজো দিলেন জেলার ছাত্র পরিষদের সভাপতি ডঃ গোপাল রায়।পাশাপাশি মন্দির পার্শ্ববর্তী নারায়ণ মন্দির ও কালী মন্দির দর্শন করলেন গোপালবাবু।উল্লেখ্য তিনি পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী হিসেবে খানাকুলের তাঁতিসাল ৪১নং আসন থেকে নির্বাচনে তৃণমূল প্রার্থী ছিলেন। ওই আসনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। গোপাল বাবু বলেন এটা মা মাটি মানুষের জয় , এই জয় মা মমতাময়ী মমতা ব্যানার্জির জয়।আগামী দিনে লড়াকু সৈনিক হিসাবে নিজের দলের প্রতি কর্তব্য করে যাবো। বাবার কাছে প্রার্থনা করলাম তৃণমূলের সকল সৈনিকের যেন স্বাস্থ্য ভালো থাকে কারণ ২০১৯ শে মমতাময়ী মাকে আমরা দিল্লির সিংহাসনে দেখতে চাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*