ফের স্থগিত, বুধবার ইস্তাহার প্রকাশ তৃণমূলের

Spread the love

আবারও স্থগিত হয়ে গেল তৃণমূলের ইস্তেহার প্রকাশ । এই নিয়ে দ্বিতীয় বার ৷ নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে আহত হওয়ার কারণেই প্রথমবার তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । পরে ঠিক হয় আজ অর্থাৎ রবিবার প্রকাশিত হবে ইস্তাহার । কিন্তু এ দিন তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না-করা হলেও জানা গিয়েছে আজ নয়, ইস্তেহার প্রকাশিত হতে পারে আগামী বুধবার ।

বারবার তৃণমূলের ইস্তেহার প্রকাশ পিছিয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, সে বিষয়ে দলের তরফ থেকে কিছু জানানো হয়নি ৷ তবে জানা গিয়েছে, আগামী ১৭ মার্চ কালীঘাটের বাড়ি থেকেই ইস্তেহার প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো ।

এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর পুরোপুরি সুস্থ নয় । এই অবস্থায় একইদিনে তাঁর দুটি কর্মসূচির ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল কংগ্রেস । সে কারণেই আবারও ইস্তেহার প্রকাশ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে । আজই হাজরা মোড়ে একটি জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

নন্দীগ্রামে তাঁর আঘাত পাওয়ার ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে আজ মিছিলের আয়োজন করেছে যুব তৃণমূল কংগ্রেস ৷ রবিবার বিকেল তিনটে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হবে সেই মিছিল ৷ এর পরে হাজরা মোড়ে জনসভা করা হবে ৷ সেখানেই হুইলচেয়ারে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীকে ৷ সূত্রের তরফে এ খবর মিলেছে ৷ আহত হওয়ার পর প্রচার শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে রাজ্যবাসী ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*