আবার তৃণমূলে যোগদান

Spread the love

বুধবার, ১৬ সেপ্টেম্বর তৃণমূল ভবনে আইনুল হক, সুন্দর পাসোয়ান, ডাঃ রেজাউল করিম ও ডাঃ কৌশিক চাকির হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হল। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই ৪ জনের হাতে পতাকা তুলে দেন।

পার্থবাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার ঐতিহাসিক সার্বিক উন্নয়ন হয়েছে। অন্যদিকে কেন্দ্রের একের পর এক জনস্বার্থ নীতির বিরুদ্ধে এবং সংবিধানকে পদদলিত করার বিরুদ্ধে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন পেশায় যুক্ত ব্যক্তিরা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পতাকার নীচে সংগঠনকে এবং লড়াইকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই ৪ জনকে সামনে আনছি।

এঁদের মধ্যে আইনুল হক প্রাক্তন সিপিআইএম নেতা, পূর্ব বর্ধমানের মানুষ একসময় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন। সুন্দর পাসোয়ান বিজেপি দলের নেতা, আদপে ঝাড়খন্ডের মানুষ, তবে এখন পূর্ব বর্ধমানের গলসীতে থাকেন। তিনি একজন শিক্ষক। ডাঃ রেজাউল করিম স্বাস্থ্য আন্দোলনে এক পরিচিত নাম। বীরভূমের মুরারই গ্রামে তাঁর জন্ম, পুরসভা কেন্দ্র নলহাটি। ডাঃ কৌশিক চাকি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। স্বাস্থ্য ও সমাজ পরিষেবার সঙ্গে বিশেষভাবে যুক্ত। এই ৪ জনকেই দলের কাজে লাগানো হবে।

পার্থবাবু এই যোগদান প্রক্রিয়ায় বিশেষভাবে কৃতিত্ব দেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন অধ্যাপক, নেতা ওমপ্রকাশ মিশ্রও এই প্রক্রিয়ায় যথেষ্ট সাহায্য করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*