দিলীপ ঘোষের খাসতালুকে বিজেপিতে ভাঙন

Spread the love

খড়্গপুরের ৪ জন বিজেপি নেতা ও প্রায় ৮০ জন কর্মী আজ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রমিক নেতা শৈলেন্দ্র সিং। ছিলেন সজল রায় ও অজয় চট্টোপাধ্যায়ও। এঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুরে তৃণমূল ভবনে এই যোগদান পর্ব হয়।

দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রে এই ভাঙন। এবিষয়ে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপিতে কোনও ভাঙন নেই। এরা বিজেপিতে কাটমানি পারছিলেন না, তাই তৃণমূলে যোগ দিলেন।

অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, শ্রমিক, কৃষকদের প্রকৃত দল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের কথা ভাবেন। তাই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।

AITC Official Update

The All India Trinamool Congress is pleased to announce that BJP leaders from Paschim Medinipur Shailendra Singh, Sajal Roy, Ajay Chatterjee and Rajdeep Guha joined the party in the presence of Smt Chandrima Bhattacharya, State Spokesperson, All India Trinamool Congress at Trinamool Bhavan today.

About the new joinees:

Shailendra Singh: He has been associated with BJP since the 2014 General Elections. He is currently serving as the District Trade Union President and Secretary of Madhya Mandal of Kharagpur Municipality.

Sajal Roy: Currently, he holds the designation of Uttar Mandal General Secretary in the BJP. He is the head of non-political organization Matangini Hazra Mahila Wahini, a group of 400 women working on women empowerment and also established Bhagat Singh Yuva Josh.

Ajay Chatterjee: He is an influential leader of Bharatiya Janata Mazdoor Trade Union Council.

Rajdeep Guha: Rajdeep Guha joined BJP in 2016 and has held various designations in the party such as District Minority General Secretary and Member of the Representative Committee for Dilip Ghosh.

Please find attached photographs of the joining.

Warm regards,
AITC Media Team

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*