বাংলায় আসাদউদ্দিনের দলে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ রাজ্যের মিম প্রধানের

Spread the love

ফের সৈয়দ আসাউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এ বড়সড় ভাঙন ধরালো তৃণমূল৷ দিন কয়েক আগেই ঘাসফুল শিবিরে শামিল হন এআইএমআইএমের যুব দলের রাজ্য সভাপতি সফিউল্লাহ খান। এবার তৃণমূলে যোগ দিলেন পশ্চিমবঙ্গ মিমের কার্যকরী সভাপতি তথা রাজ্যের সাংগঠনিক প্রধান শেখ আবদুল কালাম।

দল পরিবর্তনের পর বিজেপি–র নাম না করে রাজ্যের বিরোধী দলকে ‘‌বিষাক্ত হাওয়া’‌ বলে আক্রমণ করেন শেখ আবদুল কালাম। তিনি বলেন, ‘‌আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে একটা শান্তির বাতাবরণের আবহাওয়া দেখে এসেছি। হঠাৎ করে একটা বিষাক্ত হাওয়া আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে চলেছে। যা আমাদের ক্ষেত্রে অতি ভয়াবহ। তাই আমরা সব কিছু ভুলে এক হয়েছি এই বিষাক্ত হাওয়াকে পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করার জন্য।’‌

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেনের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন আবদুল। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‌আজ তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আমাদের দলের সাথী হয়ে আগামীদিন কাজ করবেন শেখ আবদুল কালাম। তিনি পশ্চিমবঙ্গ মিমের কার্যকরী সভাপতি তথা রাজ্যের সাংগঠনিক প্রধান। তাঁর সঙ্গেই বিভিন্ন জেলায় মিমের সমর্থক যোগ দিলেন তৃণমূলে।’‌

কদিন আগেই রাজ্যে এসেছিলেন মিম প্রধান সৈয়দ আসাউদ্দিন ওয়েইসি৷ হুগলির ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে দু’পক্ষের মধ্যে বৈঠক হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*