৪ ও ৫অগস্ট রাজ্যজুড়ে ‘কালা দিবস’ পালন করছে তৃণমূল কংগ্রেস

Spread the love
ছবি- (প্রশান্ত দাস) 
শিলচর বিমানবন্দরে নেতাদের হেনস্থার প্রতিবাদে আজ ৪ অগস্ট ও  আগামীকাল ৫অগস্ট রাজ্যজুড়ে ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন দলের প্রতিনিধিদের সাথে যে ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক । জনপ্রতিনিধিদের সমস্ত জায়গায় যাওয়ার অধিকার রয়েছে ও তাঁরা মানুষের সাহায্য করার উদ্দেশ্য নিয়েই সেখানে গিয়েছিলেন । তাঁদের বিমানবন্দরে যেভাবে আটকানো হয়েছে তা খুব অপমানজনক ও এরই প্রতিবাদে জেলায় জেলায় চলবে কালা দিবস পালন। বিভিন্ন জেলায় চলবে বিক্ষোভ মিছিল ও কালো ব্যাজ পড়েও প্রতিবাদে নামবে তৃণমূল ।
খসড়া নাগরিকপঞ্জি প্রকাশিত হওয়ার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক অভিযোগ এনেছেন শাসক দলের বিরুদ্ধে । তাঁকে পাল্টা হুমকিও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য পর্যবেক্ষককৈলাস বিজয়বর্গী । মমতার নির্দেশেই অসমে গিয়েছিলেন ৮জন নেতা । অসমের কাছাড় জেলায় গিয়ে সেখানকার পরিস্থিতি দেখে আসার উদ্দেশ্য ছিল তাঁদের । কিন্তু বিমানবন্দরেই এক প্রকার জোর-জবরদস্তি সহকারেই আটকে দেওয়া হয় তাঁদের ।
দেখুন কলকাতার বড়বাজারের ছবি-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*