ক্যানিং-এ সাতসকালে গুলি করে কুপিয়ে খুন করা হল তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চায়েত সদস্য ছাড়াও দুষ্কৃতীদের হাতে খুন হন আরও ২ জন।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রি কচুয়া এলাকায়। মৃত পঞ্চায়েত সদস্যের নাম স্বপন মাঝি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতোই বাড়ি থেকে বাজারের উদ্দেশে বেরিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্য। কিন্তু কিছুক্ষণ পর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ওই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল তাজা বোমা। ঘটনাস্থলে পৌঁছেছে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ৷ উদ্ধার করা হয়েছে আরও ২ জনের মৃতদেহ। দুষ্কৃতীদের গুলি ও ধারাল অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে মোট ৩ জনের। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি (৩৮) এবং ভূতনাথ প্রমাণিক (৩৩) ও ঝন্টু হালদার (৩৩)। এঁদের বাড়ি ধর্মতলা জেলা পাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা স্বপন মাঝিকে গুলি করে কুপিয়ে খুন করে পালানোর সময় আরও ২ জনকে গুলি করে। জনবহুল এলাকায় হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। গোষ্ঠীকোন্দল নাকি অন্য কোনও পুরনো আক্রোশের জেরে খুন, তার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
Be the first to comment