উত্তর ২৪ পরগনার আমডাঙায় নিখোঁজ তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার থেকে নিখোঁজ ছিলেন মোস্তাফা আলি নামে ওই তৃণমূল কর্মী। সোমবার, সকালে স্থানীয় এক পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিস। ঘটনায় খুনের অভিযোগ করেছে পরিবার। তবে, দলীয় কর্মীর রহস্যমৃত্যুতে সিপিএম ও বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন আমডাঙার বিধায়ক রফিকুল রহমান। ঘটনার তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিস।
বাগুইআটি রঘুনাথপুরে অন্তরা আচার্যের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার স্বামী। ২৮ নভেম্বর তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর বাপের বাড়িতে খবর দেওয়া হয়। অন্তরার পরিবারের লোকজন গিয়ে দেখেন একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, তাঁকে মানসিক নির্যাতন করা হত। বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস অন্তরার স্বামী সুরজিৎ সরকারকে গ্রেফতার করেছে।
Be the first to comment