ব্যান্ডেল স্টেশনে গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু

Spread the love

ব্যান্ডেল স্টেশনে তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করলো ২ দুষ্কৃতী ৷ শনিবার সকালের ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যান্ডেলের মানুষজন ৷ গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম দিলীপ রাম। তাঁকে গুরুতর অবস্থায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ জানা গিয়েছে, কলকাতা যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ৷

উল্লেখ্য, শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দিলীপ রামকে লক্ষ্য করে গুলি চালায় ২ দুষ্কৃতী ৷ মাথার পিছনে গুলি লাগে পেশায় রেলকর্মী দিলীপের ৷ ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, বিজেপি-র দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে ৷ দিলীপ রামকে গুলি চালানোর ঘটনায় অভিযোগ উঠছে এলাকার দুষ্কৃতী হিসেবে পরিচিত লালার ভাই বিজু পাসোয়ানের বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই পলাতক ২ দুষ্কৃতী।

ব্যান্ডেল GRP ও ব্যান্ডেল PP ঘটনার তদন্ত শুরু করেছে । দিলীপবাবুর মৃত্যুর প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার চুঁচুড়া বিধানসভা এলাকায় ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*