বাজার করতে বেরিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, ভর্তি হাসপাতালে

Spread the love

তৃতীয়বারের জন্য তৃণমূল সরকারের শপথগ্রহণের পর এখনও রাজ্যে অব্যাহত হিংসা। মঙ্গলবার সকালে বাজার করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন হুগলির তৃণমূল নেতা আদিত্য নিয়োগী। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তিনি বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে বাঁশবেড়িয়া বেলতলা বাজারে। আদিত্য নিয়োগীর পিঠে গুলি লেগেছে বলে খবর। গুলি চলার শব্দে চাঞ্চল্য ছড়ায় বাজার এলাকায়। আদিত্যকে প্রথমে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গুলি না বের করতে না পারায় স্থানীয় একটি নার্সিংহোম ঘুরে কলকাতায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শিরদাঁড়ায় গুলিটি আটকে রয়েছে। এই মুহূর্তে তাঁর অবস্থা সংকটজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

ঘটনাকে কেন্দ্র করে বাঁশবেড়িয়া চত্বর উত্তাল হয়ে ওঠে মঙ্গলবার সকালে। সূত্রের খবর পুরসভার ক্ষমতা দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। BJP নেতৃত্ব এটাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ হিসেবেই দেখছে। যদিও স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত জানান, দলেরই একটা অংশ তাঁকে হারাতে গোপনে BJP-র সঙ্গে যোগাযোগ রাখছিল। পরবর্তীতে সব তথ্য প্রকাশ্যে আসে। হাতেনাতে গদ্দাররা ধরা পড়ে যাওয়ায় এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান বিধায়কের।

বাঁশবেড়িয়া টাউনের তৃণমূল নেতা রাজা চ্যাটার্জি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ তাঁরা সংগ্রহ করছেন। সেখান থেকেই পরিষ্কার হয়ে যাবে আততায়ী কে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে টহল দিচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*