দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ৩ তৃণমূল কংগ্রেস কর্মী ৷ আহত হয়েছেন ১ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জয়নগরের দুর্গাপুর পেট্রোল পাম্পে ৷ তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস ৷ মৃতদের মধ্যে রয়েছেন বিশ্বনাথ দাসের গাড়ির ড্রাইভার। তাঁর নাম সেলিম খান ওরফে বাবু। বাকি দুজনের মধ্যে একজনের নাম সারফুদ্দিন খান। তিনি জয়নগরের জয় হিন্দ বাহিনীর টাউন সভাপতি। অন্যজন স্থানীয় একজন বাসিন্দা। তাঁর পরিচয় জানা যায়নি। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷
জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের দাবি, দুষ্কৃতীদের টার্গেট ছিলেন তিনি ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যায় বিশ্বনাথ দাস গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন সভা করার জন্য। গাড়িতে তিনি ছাডা়ও ড্রাইভার ছিলেন। বহড়ু এলাকায় দলের সভা থাকায় বিশ্বনাথবাবু গাড়ি থেকে নেমে যান। এরপর চালক সেলিম খান গাড়ি নিয়ে জয়নগর পাম্পে এসেছিলেন তেল ভরার জন্য। পাম্পের কাছে বিধায়কের গাড়ি আসতেই হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বোমা ও গুলি ছোঁড়ে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷
সূত্রের খবর, দুষ্কৃতীদের দলে ১০-১২ জন ছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ৷ ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার। তবে পেট্রোল পাম্পের সিসিটিভিতে পুরো বিষয়টাই ধরা পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
Be the first to comment