তৃণমূল সাংসদদের কেন্দ্র বিরোধী টুইট

Spread the love

২৭ সেপ্টেম্বর রবিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি টুইট বার্তায় কেন্দ্রের কৃষি বিলের আবারও বিরোধিতা করেন। তাঁরা যে শিরোমণি অকালি দলের পাশে আছেন সেকথা জানিয়ে আন্দোলন জারি থাকবে সেকথা সাফ জানালেন ডেরেক। ডেরেক তাঁর টুইটে মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের কথা। কৃষকের স্বার্থে দলনেত্রীর প্রাণ বাজি রাখার কথা। কৃষকের অধিকার প্রতিষ্ঠায় নেত্রীর ২৬ দিনের অনশনের কথা উল্লেখ করেন তিনি। তাই কৃষক স্বার্থে তাঁরা সর্বদাই সোচ্চার হবেন।

Derek O’Brien

September 27, 2020
2pm

We support Sukhbir Singh Badal and Akali Dal’s stand with the farmers. Fighting for farmers is part of Trinamool DNA. In 2006, Mamata Banerjee risked her life on a historic 26 day fast for farmers’ rights. We oppose #FarmBills2020 as they endanger States’ role, MSP, PDS and procurement

Link: https://bit.ly/3i7PbrF

পাশাপাশি তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তীব্র নিন্দা করেন। তিনি বলেন সংসদের সদস্যদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের বুলডোজ করা হচ্ছে। মোদী সরকার স্বৈরাচারী শাসন চালাচ্ছে। সাধারন মানুষ ও কৃষকদের উপর এই অত্যাচার মেনে নেওয়া যায়না। আমাদের আন্দোলন চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*