সাত বছরের ব্যবধানে ফের দরজায় কড়া নাড়ছে কলকাতায় পৌর নির্বাচন। আগামী পাঁচবছরে কোন পথে এগোবে শহরের উন্নয়ন? শহর সাজাতে শাসকদল কী কী পরিকল্পনা গ্রহণ করবে? শহর কী নতুন কোনও উড়ালপুল পাবে? এই সকল প্রশ্নের উত্তর জানতে চায় বাংলার মানুষ । সেই অপেক্ষার অবসান হতে চলেছে শনিবার ৷ দুপুরের মধ্যেই পৌরভোটের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এবারের ইস্তাহারে প্রাধান্য দেওয়া হয়েছে নারী সুরক্ষা, পরিচ্ছন্ন রাস্তার উপর । পাশাপাশি শহরের প্রতিটি কোনায় পরিশ্রুত পানীয়জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও থাকছে ৷
শহরের বেশ কিছু অঞ্চলে পানীয়জলের সমস্যা রয়েছে। সমস্যা রয়েছে নিকাশি ব্যবস্থারও। ভারী বৃষ্টি হলে এখন শহর কলকাতায় বেশ কিছু এলাকায় জল জমে। তা নিয়ে নাগরিকদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনের প্রচারের শুরু থেকেই বলা হচ্ছে, গত এক দশকে তাদের আমলে কলকাতা পৌর এলাকার কী উন্নয়ন হয়েছে, সেই খতিয়ানকে সামনে রেখেই নির্বাচনে লড়াই করার বিষয়ে আত্মবিশ্বাসী তারা।
শাসক দলের তরফে দলের প্রার্থী, নেতা, কর্মীদেরও একই পরামর্শ দেওয়া হয়েছে। ফলে নিছক ইস্তাহার প্রকাশ করে ভোটের লড়াইয়ে নামার প্রয়োজন নেই বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বরং যে কাজ গত দশ বছরে হয়েছে, তার উপর ভিত্তি করেই আগামিদিনে কলকাতার উন্নয়নে আরও পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ শনিবার তারই রূপরেখা প্রকাশ করা হবে বলে দাবি করা হচ্ছে শাসক দলের তরফে । ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
Be the first to comment