আসন্ন পুরসভা নির্বাচনের আগে দলের রণকৌশল নির্ধারণে সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বৈঠক। পুরভোটকে সামনে রেখে দলের নতুন প্রচার কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের শাসকদলের বৈঠক আয়োজনের দায়িত্বে ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিম।
একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের অ্যাসিড টেস্ট আসন্ন পুরভোট। রাজ্যের সব পুরসভায় জিততে মরিয়া শাসক শিবির। পুরভোটের আগে কী হবে দলের কৌশল, কোন পথ ধরলে সহজেই বাজিমাত করা যাবে, সেব্যাপারেই সোমবার দলীয় নেতা-কর্মীদের বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো। নেত্রীর দেওয়া ভোকাল টনিক নিয়েই ভোটপ্রচারে ঝাঁপিয়ে পড়বেন দলের নেতারা।
এদিন শুরুতেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। পরে তিনি নেতাজি ইন্ডোরে তৃণমূল পরিচালিত সব কর্পোরেশন ও পুরসভার দলীয় কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানেদের নিয়ে বৈঠক করবেন। এই বৈঠকে ডাকা হয়েছে দলের ব্লক ও ওয়ার্ড স্তরের দলীয় নেতাদেরও।
রবিবার কলকাতায় এসে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য নেতাদের পুরভোটের জন্য একাধিক পরামর্শ দিয়ে গিয়েছেন। অমিত শাহই রবিবার শহিদ মিনারের ময়দান থেকে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির ঘোষণা করেছেন। আসন্ন পুরভোটে এবার এই স্লোগানেই শাসকের ঘুম ছোটাতে চায় গেরুয়া শিবির।
তবে বিজেপিকে রুখতে চেষ্টার কসুর নেই তৃণমূলেও। সেই লক্ষ্যেই সোমবার দলের তৃণমূলস্তরের নেতাদেরও বৈঠকে ডাকা হয়েছে। দলের নীচুতলার কর্মীদের পুরভোটে লড়াইয়ের পাঠ দেবেন দলের শীর্ষ নেতৃত্ব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এবার ভোটের কাজে নেমে পড়বেন নেতা-কর্মীরা। বিরোধী বিজেপি ও বাম-কংগ্রেসের আক্রমণে বিরুদ্ধে প্রচারে জবাব দেবে তৃণমূল।
একইসঙ্গে বিগত বছরগুলিতে তৃণমূল পরিচালিত পুরসভা ও কর্পোরেশনগুলিতে উন্নয়নমূলক যা কাজ হয়েছে তারও বিস্তারিত বিবরণ তুলে ধরে প্রচার সূচি সাজাবে তৃণমূল। সোমবারই দলের নেতাদের এব্যাপারে স্পষ্ট নির্দেশ দিতে পারেন তৃণমূলনেত্রী। ভোট প্রচারে দলের কোন নেতা কোন এলাকার ভোট সামলাবেন, সেব্যাপারেও সোমবার স্পষ্ট নির্দেশিকা তৈরি করে দেবেন তৃণমূল সুপ্রিমো।
গত লোকসভা নির্বাচনের পর ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিপস মেনে সাফল্য এসেছে তৃণমূলে। এমনই দাবি দলের অন্দরের বেশ কিছু নেতার। মূল পিকের পরামর্শেই নাকি ‘দিদিকে বলো’ কর্মসূচির আয়োজন। ঘাসফুল শিবিরের এই কর্মসূচিও দারুণভাবে সফল বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
Be the first to comment