‘এক ব্যক্তি এক পদ’ এই নীতিতে সরগরম রাজ্য রাজনীতি, মতানৈক্য তৃণমূল অভ্যন্তরেই। একদিকে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মতকে সমর্থন করা অপরদিকে এই নীতি সমর্থন করেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এমনটাই জানিয়েছেন ফিরদাহ হাকিম।
দলে ‘এক ব্যক্তি এক পদ’ সংক্রান্ত যে সমস্ত পোস্ট নেটমাধ্যমে করা হচ্ছে, তাতে সমর্থন নেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যে দলের যাঁরা ‘এক ব্যক্তি এক পদ’ সংক্রান্ত পোস্ট করেছেন নেটমাধ্যমে, তাঁদের তা দ্রুত মুছে ফেলার নির্দেশও দিয়েছেন তিনি।
এমতাবস্থায় তড়িঘড়িই আগামীকাল দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে জরুরী বৈঠকের ডাক দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কালিঘাটে আগামীকাল বৈঠক বিকাল ৫টায়। সূত্রের খবর, আগামীকালের এই মিটিংয়ে থাকবেন খোদ তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক বন্দ্যোপাধ্যায় , সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস।
ইতিমধ্যেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে মমতার সম্পর্কে সম্প্রতি ফাটল দেখা দিয়েছে। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে আইপ্যাক সংক্রান্ত জটিলতা এবং তার ফলে এক উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
Be the first to comment