২৫ অক্টোবর নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠক শেষ হলো। সভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপার্সন মমতা ব্যানার্জি চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি স্পষ্ট বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে আমাদের একটা বড়ো রোল প্লে করতে হবে। দিল্লির ক্ষমতায় যেতে আমরা চাই না। কিন্তু দিল্লির ক্ষমতা থেকে বিজেপি যাতে বিদায় নেয় তার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে অক্সিজেন জোগাবে বাংলা। যা ইউপি, বিহার, গুজরাটে চলে তা বাংলায় চলে না। দেশে যখন সুপার এমারজেন্সি চলে, তখন বাংলাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রেও মনে রাখতে হবে, বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো।
তিনি বলেন, নোট-বন্দি আজ পর্যন্ত দেশের বুকে হওয়া সবচেয়ে বড়ো কেলেঙ্কারি। এর বিরুদ্ধে ৮ নভেম্বর কালো দিবস পালিত হবে রাজ্য জুড়ে। ব্লকে ব্লকে ৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মিটিং-মিছিল সংগঠিত করতে হবে। পঞ্চায়েত ভোটের আগে আবার বৈঠকে বসবেন একথা জানানোর পাশাপাশি ভোটার লিস্ট সংশোধনের কাজ সঠিকভাবে করার জন্য নির্দেশ দেন।
মমতা ব্যানার্জী আরো বলেন সবাইকে নিয়ে চলতে হবে, একা কেউ নেতা নয়। নেতা কর্মীরা তৈরী করে। কর্মীদের নিয়ে চলতে হবে। আমাদের গর্ব নেতারা নয়, কর্মীরা। ব্লক প্রেসিডেন্টরা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বুথ এজেন্টরা আমাদের কাছে ভীষণ দামী।
এম.এল.এ, এম.পি বা জন প্রতিনিধিরা মনে রাখবেন ভোট হয়ে গেছে বলে বসে থাকবো এটা হয় না। সবাইকে যে ক্ষমতায় থাকতে হবে তার কোনো মানে নেই। ছবি- শুভেন্দু দাস
Be the first to comment