রাজ্যের নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তৃণমূল সংসদরা

Spread the love

রাজ্যের নাম পরিবর্তনের ইস্যু নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলো তৃণমূল কংগ্রেস। বুধবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তখনই রাজ্যের নাম বদলের বিষয়টি তুলে ধরেন তাঁরা। পাশাপাশি, বিএসএনএল সহ অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলি এবং অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের বিভিন্ন সংস্থার বিলগ্নিকরণের বিরুদ্ধেও তাঁদের আপত্তির কথা জানান।

প্রসঙ্গত, রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি কতদূর এগিয়েছে, সম্প্রতি সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানতে চান রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, বিষয়টি উত্থাপনই হয়নি। তাঁর বক্তব্য ছিল, নাম পরিবর্তনের জন্য সংসদে বিল পেশ করে সংবিধান সংশোধনী আনতে হয়। কিন্তু সেটা যেহেতু করা হয়নি, তাই নাম পরিবর্তনের বিষয়টি সেই বিল পেশের উপরেই নির্ভর করছে। কিন্তু এই সংক্রান্ত কোনও বিল পেশ হয়নি সংসদে। তাই আপাতত পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন সম্ভব নয়। কেন্দ্রের এই ঘোষণার পর ফের রাজ্য কেন্দ্র চাপানউতোর চরমে ওঠে। এবার সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করলেন তৃণমূল সংসদরা । আজ তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলটিতে ছিলেন সাংসদ সৌগত রায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুখেন্দু শেখর রায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ চৌধুরী মোহন জাটুয়া, সাংসদ শিশির অধিকারী, সাংসদ প্রতিমা মণ্ডল, সাংসদ মহুয়া মৈত্র সহ অনান্যরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*