উত্তরবঙ্গও পুনরুদ্ধার মমতার, প্রায় পঞ্চাশ শতাংশ আসনেই এগিয়ে তৃণমূল

Spread the love

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ খালি হাতে ফিরিয়েছিল তৃণমূলকে ৷ রাজ্যে ক্ষমতা দখলের লড়াইতে এবার তাই উত্তরবঙ্গে ভাল ফল করাই ছিল তৃণমূলের অন্যতম প্রধান লক্ষ্য ৷ ভোট গণনার সর্বশেষ ফলাফল বলছে, উত্তরের হারানো জমির অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে প্রায় ২৭টিতে এগিয়ে রয়েছে শাসক দল ৷

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটি আসনেও জিততে পারেনি তৃণমূল বরং বিধানসভা আসনের নিরিখে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৩৭টিতেই এগিয়ে গিয়েছিল বিজেপি৷ মাত্র ১৩টিতে এগিয়ে ছিল তৃণমূল ৷ উত্তরবঙ্গে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বার বার আক্ষেপ করেছিলেন, এত কাজ করার পরেও উত্তরবঙ্গ খালি হাতেই ফিরিয়েছে তাঁকে ৷

মুখ্যমন্ত্রীর সেই আক্ষেপ এবার অনেকটাই মিটতে চলেছে৷ উত্তরবঙ্গের তিনটি জেলায় তো একপেশে ফলের দিকে এগোচ্ছে তৃণমূল৷ মালদহে ১২টির মধ্যে ৭টি আসনে এগিয়ে তৃণমূল৷ সুজাপুর আসন দখল করেছে শাসক দল৷ উত্তর দিনাজপুরের ৯টি আসনের মধ্যে ৭টিতেই এগিয়ে শাসক দল৷ দক্ষিণ দিনাজপুরে ৬টির মধ্যে ৪টিতে এগিয়ে জোড়া ফুল শিবির৷ তবে কোচবিহার, দার্জিলিংয়ে একপেশে ফল করতে চলেছে বিজেপি৷ কোচবিহারের ৯টি আসনের মধ্যে ৬টিতে এগিয়ে বিজেপি৷ ৩টিতে এগিয়ে তৃণমূল৷

উত্তরবঙ্গে ভাল ফল করতে পারলে যে কাজটা অনেক সহজ হয়ে যাবে, খুব ভাল ভাবেই জানতেন মুখ্যমন্ত্রী৷ উল্টো দিকে, রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বিজেপি-র আশা ছিল, ২০১৯-এর লোকসভা নির্বাচনের থেকেও এবার উত্তরবঙ্গে ভাল ফল করবে তারা৷ কিন্তু বিজেপি-র সেই হিসেব পুরোপুরি উল্টে গিয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*