
রোজদিন ডেস্ক : ফের উত্তপ্ত ভাঙড়। এবার ভাঙচুর চক মরিচা গ্রামে। পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। গোটা ঘটনায় অভিযোগের তির আইএসএফের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ।
উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতায় গত সোমবার অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়। প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চলে একালাজুড়ে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি-বাইক। বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হন। এই প্রেক্ষাপটে শনিবার ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়।
জানা গিয়েছে, শনিবার সকালে নতুন করে উত্তেজনা ছড়াল ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামে। এদিন সকালে এলাকার তৃণমূলের কার্যালয়ে একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায়। ভেঙে ফেলা হয় আসবাবপত্র। শুধু তাই নয়, ভাঙচুরের পর ধরিয়ে দেওয়া হয় আগুনও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার শোনপুর চলো কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।
Be the first to comment