কৃষি আন্দোলনের সমর্থনে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। গতকাল মেদিনীপুরের সভা থেকে ধান হাতে নিয়েই বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে সভা। গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই নিয়ে লাগাতার আন্দোলন করবে তৃণমূল। আজ থেকে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। কৃষি আইন বাতিলের দাবি তাঁদের। কৃষি পণ্য ও সামগ্রী এনে তাঁরা প্রতিবাদ করেন। আজ নেতৃত্ব দেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। তিনদিন ধরে চলবে এই অবস্থান বিক্ষোভ।
Be the first to comment