কৃষি বিলের বিরুদ্ধে উত্তাল সারা দেশ। বিরোধীরা জোট বেঁধে নেমেছে আন্দোলনে। প্রতিদিনই উত্তাল সংসদ। এই বিলের বিরুদ্ধে সবথেকে সদর্থক ভূমিকায় প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় এই বিল উঠলে তুমুল বিক্ষোভ দেখান ডেরেক ওব্রায়েন, দোলা সেনরা। সেই বিক্ষোভকে সমর্থন করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ নামবে তৃণমূল কংগ্রেস। গতকালই কৃষি বিলের বিরোধিতায় গান্ধী মূর্তির নীচে অবস্থানে বসেন মহিলা তৃণমূল কংগ্রেস। মঞ্চে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা।
সেই কর্মসূচি অনুযায়ী আজ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে আসে টিএমসিপি। সেখানেই ধর্নায় বসেন তৃণমূল নেতা-কর্মীরা। ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘দেশের কৃষকদের স্বার্থ বিরোধী কৃষি বিলের বিরোধিতায় নেমেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াইয়ে জয় হবে আমাদেরই।’
Be the first to comment