রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল৷ শনি-রবিবার জেলায় জেলায় হবে বিক্ষোভ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, শনিবার দক্ষিণ কলকাতায় মিছিল করবে তৃণমূলের। যাদবপুর থানা থেকে হবে প্রতিবাদ মিছিল। রবিবার বেহালার ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড থেকে হবে মিছিল।
দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এই দামবৃদ্ধি প্রত্যাহারের দাবি করছে তৃণমূল।’বাংলায় পেট্রোলের দাম ৯১ টাকা ছাড়িয়ে গিয়েছে শুক্রবার। টানা ১০ দিন ধরে নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সাধারণ গ্রাহকের। পেট্রোপণ্যের দাম ভারতে সর্বকালীন রেকর্ড ছোঁয়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানী দিল্লিতেও এদিন পেট্রোল ৯০ এর গণ্ডি পার করে ফেলেছে। রাজধানীতে লিটার প্রতি তেলে মূল্যবৃদ্ধি হয়েছে ৩১ পয়সা। যার জেরে সেখানে পেট্রোলের দাম ৯০ টাকা ২৩ পয়সা প্রতি লিটার। ডিজেলে বেড়েছে লিটারে ৩৩ পয়সা। দাম হয়েছে ৮০ টাকা ৬৪ পয়সা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে।
অন্যদিকে রান্নার গ্যাসেরও একই অবস্থা৷ মাঝে মাত্র এক মাসের বিরতি ছিল৷ ডিসেম্বরের পর ফেব্রুয়ারি মাসে ফের বেড়েছ রান্নার গ্যাসের দাম। ফেব্রুয়ারিতে কলকাতায় গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দ্বিতীয় বার বাড়ায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী কোম্পানিগুলি।
করোনাকালে এমনিতেই গোটা দেশের আর্থিক অবস্থা ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার বাজেটেও ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা খাতে বরাদ্দ বাড়িয়েছে। তবে এবার পেট্রোল-ডিজেলের লাগাতার দামবৃদ্ধি সব সম্ভাবনার পথকেই অবরুদ্ধ করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। কয়েকশো তৃণমূল কংগ্রেস সমর্থক এদিন শিলিগুড়ির রাস্তায় নামেন। মোটরসাইকেল ব়্যালি করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন তাঁরা। এদিনই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পৈলানের সভা থেকে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “দেশে ক্ষমতায় এসে নোটবন্দি, ঘরবন্দি করছে। হিংসা, বিদ্বেষ ছড়াচ্ছে সকলের মধ্যে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করেছে। গ্যাসের দাম ৮০০ টাকা, তখন কেন চুপ সকলে?”
Be the first to comment