বেসরকারিকরণের সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল বছর দুই আগেই। এবার শেয়ার কেনাবেচার পালা শুরু হতে চলেছে। আর ঠিক এই সময়েই ফের বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে পথে নামতে চলেছে বাংলার শাসকদল তৃণমূল। শনিবার দলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, এলআইসি বেসরকারিকরণের প্রতিবাদে দেশজুড়ে বড় আন্দোলনে নামছে তৃণমূল। রাজ্যসভাতেও এর প্রতিবাদ জানানো হবে। এছাড়া এদিন এবিজি ব্যাংকের জালিয়াতি নিয়ে সরব হন তৃণমূল সাংসদ। আগামী দিনগুলোয় জাতীয় স্তরে কী কী কর্মসূচি রয়েছে দলের, তাও বিশদে জানিয়েছেন সুখেন্দুশেখর রায়। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের বাইরেও কর্মসূচিতে অংশ নেবে তৃণমূল। সূত্রের খবর, তার জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে দলের নারী ব্রিগেডকে।
২০২০ সালের কেন্দ্রীয় বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন, এবার এলআইসিতে বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে যাচ্ছে। ভারতীয় জীবন বিমা নিগমের পুরো অংশীদারিত্ব নিজেদের হাতে রাখতে নারাজ সরকার। নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, সরকার এলআইসি-র অংশীদারিত্বের কিছু অংশ বিক্রি করতে চায়। তবে কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে, তা তখনও স্পষ্ট ছিল না। এর ২ বছরের মধ্যেই বাজারে এলআইসি-র শেয়ার বিক্রির কথা ঘোষণা করা হয়।
সূত্রের খবর, আগামী ১১ মার্চ বাজারে আসতে পারে দেশের সর্ববৃহৎ বিমা সংস্থার আইপিও। তবে প্রথম দু’দিন শুধু বড় মাপের বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টরদের আইপিও খোলা হবে। অন্তত তিনটি সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু’দিন বাদে অর্থাৎ ১৩ বা ১৪ মার্চ থেকে সাধারণ বিনিয়োগকারীরাও এলআইসির শেয়ার কিনতে পারবেন।
শুক্রবার এই খবর প্রকাশ্যে আসার পর শনিবারই সাংবাদিক বৈঠক করে এর বিরুদ্ধে গর্জে উঠেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়। তাঁর স্পষ্ট বক্তব্য, এই বেসরকারিকরণের তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল। দেশজুড়ে শিগগিরই এর বিরুদ্ধে আরও বড় আন্দোলনে নামবে দল। এছাড়া সম্প্রতি মোদির রাজ্য গুজরাট থেকে একটি ব্যাংক জালিয়াতির খবর প্রকাশ্যে এসেছে। এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে ২৮টি ব্যাঙ্কের মোট ২২ হাজার ৮৪২ কোটি টাকা জালিয়াতির অভিযোগে সিবিআই জাহাজ নির্মাণ সংস্থার তিন কর্ণধার ঋষি আগরওয়াল, সন্থানম মুথুস্বামী ও অশ্বিনী কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তা নিয়েও এদিন সরব হলেন সুখেন্দুশেখর রায়।
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবছর বাংলা ছাড়াও একাধিক রাজ্যে তৃণমূল সংগঠন খোলায় সেসব জায়গায় পালিত হবে এই দিনটি। তার জন্য দলের মহিলা ব্রিগেড তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। আগামী ১০ মার্চের পর দিল্লিতে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক বসবে। তার আগে প্রাথমিকভাবে কর্মসূচির কথা শোনালেন দলের জাতীয় মুখপাত্র।
Be the first to comment